স্বাস্থ্যদর্পণ (SasthoDarpan.com) একটি স্বাধীন, তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল ওয়েব ম্যাগাজিন। এই ওয়েবসাইটের উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান ও ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সাধারণ তথ্য, একাডেমিক আলোচনা এবং জ্ঞানভিত্তিক উপকরণ উপস্থাপন করা। এ প্ল্যাটফর্মের সকল বিষয়বস্তু কেবলমাত্র শিক্ষামূলক ও তথ্যগত উদ্দেশ্যে প্রকাশিত হয়।
এই ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ লেখা ফার্মেসি বিষয়ে স্নাতক ও অধ্যয়নরত জ্যেষ্ঠ শিক্ষার্থীদের স্বেচ্ছা-প্রেরিত এবং সম্পাদকীয় পর্যবেক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়। তবে লেখকদের মতামত ও বিশ্লেষণ সম্পূর্ণভাবে তাদের নিজস্ব এবং তা কোনো সরকারি সংস্থা, পেশাগত নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বা চিকিৎসা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান প্রতিফলিত করে না।
স্বাস্থ্যদর্পণ প্রকাশিত তথ্যের যথাসম্ভব নির্ভুলতা নিশ্চিত করার প্রচেষ্টা গ্রহণ করে; তবে তথ্যের সম্পূর্ণতা, সময়োপযোগিতা বা ত্রুটিমুক্ত হওয়ার বিষয়ে কোনো প্রকাশ্য বা অন্তর্নিহিত নিশ্চয়তা (express or implied warranty) প্রদান করে না। প্রকাশিত তথ্য যে কোনো সময় পূর্ব নোটিস ছাড়াই সংশোধন, হালনাগাদ বা অপসারণ করা হতে পারে।
ফাহদ হুসাইন, পি এইচ ডি একজন ফার্মাসিস্ট এবং শিক্ষাবিদ, যিনি ইন্টারনেটে বাংলা ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের অভাব পূরণে কাজ করছেন। তিনি শিক্ষার্থীদের লেখার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদেরকে জনসাধারণের জন্য উপযোগী স্বাস্থ্য তথ্য তৈরি করতে উৎসাহিত করছেন। ড. হুসাইন গবেষণা, শিক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নমূলক কার্যক্রমে নিবেদিত এবং স্বাস্থ্যদর্পণের মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মোঃ আরিফুল একজন ফার্মাসিস্ট ও শিক্ষাবিদ। তিনি স্বাস্থ্য ও ওষুধবিজ্ঞানের সমসাময়িক অগ্রগতি প্রচার এবং প্রমাণভিত্তিক তথ্য প্রদান ক্ষেত্রে নিবেদিত। তিনি স্বাস্থ্যদর্পণের প্রকাশনা নীতি নির্ধারণ এবং সম্পাদকীয় মান বজায় রাখার ক্ষেত্রে পরামর্শ প্রদান করেন। ড. ইসলাম ওষুধ গবেষণা, শিক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
লিগ্যাল ডিসক্লেইমার
এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্যই চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা বা প্রেসক্রিপশনের বিকল্প নয়। স্বাস্থ্যসংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাঠকদের অবশ্যই নিবন্ধিত চিকিৎসক বা যোগ্য স্বাস্থ্যখাতের পেশাজীবীর পরামর্শ গ্রহণ করতে হবে।
এই ওয়েবসাইটে প্রদত্ত তথ্যের ব্যবহার, অপব্যবহার, ভুল ব্যাখ্যা বা তথ্যের ওপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্তের ফলে সৃষ্ট প্রত্যক্ষ, পরোক্ষ, আকস্মিক বা ফলস্বরূপ (direct, indirect, incidental or consequential) ক্ষতির জন্য স্বাস্থ্যদর্পণ, এর সম্পাদকমণ্ডলী, লেখক বা সংশ্লিষ্ট কোনো পক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
কিছু বিষয়বস্তু একাডেমিক, গবেষণাভিত্তিক বা কারিগরি প্রকৃতির হওয়ায় তা সাধারণ পাঠকের জন্য উপযোগী নাও হতে পারে। এ ধরনের তথ্য পাঠ ও ব্যবহারের ক্ষেত্রে পাঠকের নিজস্ব বিচক্ষণতা ও পেশাগত বিবেচনা প্রয়োগ করা একান্তভাবে প্রত্যাশিত।
এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে পাঠক স্বীকার করছেন যে, উপরোক্ত শর্তাবলি তিনি পাঠ করেছেন, বুঝেছেন এবং এতে সম্মত হয়েছেন।
