৭। ডেপক্সেটিন এবং টাডালাফিল কি একই? (Is dapoxetine and tadalafil the same?)
দুইটা ঔষধই যৌন দুর্বলতায় কার্যকরী। কিন্তু তাদের কাজ করার ধরণ আলাদা। ডেপক্সেটিন সেরোটনিনের আপটেককে বন্ধ করে দ্রুত বীর্যপাত বন্ধ করে, অন্যদিকে টাডালাফিল ফসফোডাইএস্টারেজকে বন্ধ করে যৌন অক্ষমতা কমায়।
৮। টাডালাফিল ও ডেপক্সেটিন একত্রে ব্যবহার করা যাবে? (Can I use tadalafil with dapoxetine?)
না, দুইটায় যেহেতু যৌন উদ্দীপনায় কাজ করে, তাই এই দুইয়ের একসাথে ব্যবহার আপনার উত্তেজনাকে মাত্রাতিরিক্ত করে দিবে। শুধু তাই নয়, আপনার রক্তচাপও অনেক কমে যেতে পারে।
৯। অনেক উচ্চমাত্রার ডোজেও ডেপক্সিটিন কাজ করছে না, কি করব? (What if dapoxetine is not working?)
অনেকেরই উচ্চমাত্রার ডোজেও ঔষধ কাজ করে না। সেক্ষেত্রে প্রথমে ডোজ বাড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেয়। আর কাজ না করলে ডাক্তারের পরামর্শ মতো ঔষধ পরিবর্তন করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
১০। বন্ধ্যাত্ব ও দ্রুত বীর্যপাত কি একই? (Is infertility the same as erectile dysfunction?)
দ্রুত বীর্যপাত হচ্ছে শরীর থেকে দ্রুত বীর্য বের হয়ে যাওয়া, অন্যদিকে বন্ধ্যাত্ব হচ্ছে শরীরে পর্যাপ্ত স্পার্ম বা বীর্য উৎপাদন না হওয়া। অবশ্য অনেক ক্ষেত্রে দ্রুত বীর্যপাত হবার ফলে বীর্যের অবস্থা ভালো থাকে না। সেজন্যই অনেকে দুইটাকে একই মনে করে থাকেন।
বাংলাদেশের বাজারে যেসব যৌন উত্তেজক (Erectile Dysfunction Drug) ঔষধ পাওয়া যায় তার তালিকা নিচে দেয়া হলো
| জেনেরিক নাম | ট্রেড নাম | মাত্রা | উৎপাদনকারী ফার্মাসিউটিক্যাল কোম্পানী |
| Sildenafil (সিলডেনাফিল) | Acmegra | ২৫, ৫০, ১০০ মিলিগ্রাম | একমি (Acme) ল্যাবরেটরিজ লিঃ |
| Activa | ৫০, ১০০ মিলিগ্রাম | প্যাসিফিক (Pacific) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Adegra | ২৫, ৫০, ১০০ মিলিগ্রাম | এসিআই (ACI) লিমিটেড | |
| Aggra | ৫০, ১০০ মিলিগ্রাম | এস কে এফ (SK+F) ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| Charm | ৫০ মিলিগ্রাম | ড্রাগ ইন্টারন্যাশনাল (Drug International) লিমিটেড | |
| Danafil | ২৫, ৫০, ১০০ মিলিগ্রাম | নিপ্রো জে এম আই (Nipro JMI) ফার্মা | |
| Edegra | ৫০, ১০০ মিলিগ্রাম | সান (SUN) ফার্মাসিউটিক্যালস লিমিটেড | |
| Enegra | ৫০, ১০০ মিলিগ্রাম | বেক্সিমকো (Beximco) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Enigma | ৫০, ১০০ মিলিগ্রাম | হেলথকেয়ার (Healthcare) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Enjofil | ৫০, ১০০ মিলিগ্রাম | নাভানা (Navana) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Eurofil | ৫০ মিলিগ্রাম | নভো (Novo) হেলথকেয়ার এন্ড ফার্মা লিঃ | |
| Exifil | ৫০, ১০০ মিলিগ্রাম | এলবিয়ন (Albion) ল্যাবরেটরিজ লিমিটেড | |
| Fulfeel | ৫০ মিলিগ্রাম | অরিয়ন (Orion) ফার্মা লিঃ | |
| Immense | ৫০ মিলিগ্রাম | বায়োফার্মা (Biopharma) ল্যাবরেটরিজ লিঃ | |
| kX-100, kX-50 | ১০০, ৫০ মিলিগ্রাম | কেমিকো (Chemico) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Medigra | ৫০, ১০০ মিলিগ্রাম | মেডরেক্স লাইফ (Medrex Life) সাইন্স লিঃ | |
| Niagra | ৫০, ১০০ মিলিগ্রাম | ডেল্টা (Delta) ফার্মা লিঃ | |
| Novagra | ২৫ মিলিগ্রাম | নুভিস্তা (Nuvista) বেস্টওয়ে ফার্মা লিঃ | |
| Panagra | ৫০, ১০০ মিলিগ্রাম | কনকর্ড (Concord) ফার্মাসিউটিক্যালস লিমিটেড | |
| Performax | ৫০, ১০০ মিলিগ্রাম | রেনেটা (Reneta) লিঃ | |
| SB-Sild | ৫০, ১০০ মিলিগ্রাম | সানমান- বার্ডেম (SUNMAN-BIRDEM) ফার্মা লিঃ | |
| Silagra | ৫০, ১০০ মিলিগ্রাম | ইনসেপ্টা (Incepta) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Silfil | ৫০, ১০০ মিলিগ্রাম | অর্গানিক (Organic) হেলথকেয়ার লিঃ | |
| Starfil | ৫০, ১০০ মিলিগ্রাম | বেনহাম (Benham) ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| Trigger | ৫০ মিলিগ্রাম | গ্লোব (Globe) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Veagra | ২৫, ৫০, ১০০ মিলিগ্রাম | এস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস (Astra Biopharmaceuticals) লিঃ | |
| Vegara | ৫০, ১০০ মিলিগ্রাম | ইউরো (Euro) ফার্মা লিঃ | |
| Viagrazen | ৫০, ১০০ মিলিগ্রাম | জেনিথ (Zenith) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Viagrex | ৫০ মিলিগ্রাম | প্রিমিয়ার (Premier) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Viamax | ২৫, ৫০, ১০০ মিলিগ্রাম | ইউনিমেড ইউনিহেলথ (UniMed UniHealth) | |
| Viax | ৫০, ১০০ মিলিগ্রাম | অপসোনিন (Opsonin) ফার্মা লিঃ | |
| Vigorex | ২৫, ৫০, ১০০ মিলিগ্রাম | স্কয়ার (Square Pharma) ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| X-Cite | ৫০, ১০০ মিলিগ্রাম | এলকো (Alco) ফার্মা লিঃ | |
| Yogra | ৫০, ১০০ মিলিগ্রাম | হোয়াইট হর্স (White Horse Pharma) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Tadalafil (টাডালাফিল) | Adafil | ১০, ২০ মিলিগ্রাম | বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ |
| Celeste | ২০ মিলিগ্রাম | জেনারেল (General) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Ciafil | ১০, ২০ মিলিগ্রাম | নাভানা ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Cialix | ১০ মিলিগ্রাম | নিপ্রো জে এম আই ফার্মা | |
| Ciaton | ৫, ১০, ২০ মিলিগ্রাম | এসিআই লিঃ | |
| Edysta | ২.৫, ৫, ১০, ২০ মিলিগ্রাম | ইউনিমেড ইউনিহেলথ | |
| Erectomed | ২০ মিলিগ্রাম | মেডরেক্স লাইফ সাইন্স লিঃ | |
| Erectus | ১০, ২০ মিলিগ্রাম | কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড | |
| Intimate | ৫, ১০, ২০ মিলিগ্রাম | স্কয়ার ফার্মাসিউটিক্যাল | |
| kTx | ৫, ১০, ২০ মিলিগ্রাম | কেমিকো ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Manlee | ১০, ২০ মিলিগ্রাম | কুমোদিনী (Kumudini) ফার্মা লিঃ | |
| Megafil | ১০, ২০ মিলিগ্রাম | একমি ল্যাবরেটরিজ লিমিটেড | |
| Nirvana | ৫, ১০, ২০ মিলিগ্রাম | হেলথকেয়ার (Healthcare) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Penfil | ১০ মিলিগ্রাম | বায়োফার্মা ল্যাবরেটরিজ লিঃ | |
| Prolonga | ২০, ৪০ মিলিগ্রাম | প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| SB-Tad | ৫, ১০ মিলিগ্রাম | সানমান- বার্ডেম ফার্মা লিঃ | |
| Tada | ৫, ১০, ২০ মিলিগ্রাম | এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| Tadafil | ৫, ১০ মিলিগ্রাম | এস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Tadalis | ১০ মিলিগ্রাম | ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Tafil | ১০ মিলিগ্রাম | শরীফ (Sharif) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Tealis | ৫, ২০ মিলিগ্রাম | অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Tiagra | ৫, ১০ মিলিগ্রাম | জিসকা (Ziska) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| TopUp | ৫, ১০, ২০ মিলিগ্রাম | ইউরো ফার্মা লিঃ | |
| Viev | ১০, ২০ মিলিগ্রাম | এলকো ফার্মা লিঃ | |
| Dapoxetine (ডেপোক্সেটিন) | Daporex | ৩০, ৬০ মিলিগ্রাম | ইউরো ফার্মা লিঃ |
| Dapotin | ৩০ মিলিগ্রাম | বীকন (Beacon Pharma) ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Dapoxen | ৩০, ৬০ মিলিগ্রাম | অপসোনিন ফার্মা লিঃ | |
| Daxetin | ৩০, ৬০ মিলিগ্রাম | এসিআই লিমিটেড | |
| Dejac | ৩০ মিলিগ্রাম | গ্লোব ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Dulong | ৩০ মিলিগ্রাম | রেডিয়েন্ট (Radiant Pharma) ফারমাসিউটিক্যালস লিঃ | |
| Dumax | ৩০, ৬০ মিলিগ্রাম | এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| Ejalong | ৩০, ৬০ মিলিগ্রাম | ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড | |
| Extreme | ৩০ মিলিগ্রাম | কেমিস্ট (Chemist) ল্যাবরেটরিজ লিঃ | |
| Impreja | ৩০ মিলিগ্রাম | ইউনিমেড ইউনিহেলথ | |
| Maturex | ৩০, ৬০ মিলিগ্রাম | ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Plezer | ৩০ মিলিগ্রাম | ডেল্টা ফার্মা লিঃ | |
| Prolong | ৩০, ৬০ মিলিগ্রাম | জিসকা ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| Susten | ৩০, ৬০ মিলিগ্রাম | স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| X-Ride | ৩০, ৬০ মিলিগ্রাম | সোমাটেক (Somatec Pharma) ফার্মাসিউটিক্যাল লিঃ | |
| Vardenafil (ভার্ডেনাফিল) | Valenty | ১০, ২০ মিলিগ্রাম | এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিঃ |
| Varda | ১০, ২০ মিলিগ্রাম | বেনহাম ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Vardamate | ১০, ২০ মিলিগ্রাম | স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Vardena | ১০, ২০ মিলিগ্রাম | গ্লোব ফার্মাসিউটিক্যালস লিঃ | |
| Varnafil | ১০, ২০ মিলিগ্রাম | ইউরো ফার্মা লিঃ |
পরিশেষে বলা যায়, বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা লোকলজ্জার ভয়ে যৌন অক্ষমতার চিকিৎসা নিতে লজ্জা পান। তাই তারা ইন্টারনেট ঘেটে বা রাস্তার সস্তা লিফলেট দেখে নিজেই নিজের চিকিৎসা করে থাকেন, ফলে রোগী নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। তাই নিজে চিকিৎসা না করে ডাক্তারের শরণাপর্ণ হয়ে তাঁর পরামর্শ মোতাবেক চিকিৎসা নিলে এ ব্যাধি থেকে মুক্তি পেয়ে সুস্থ থাকা সম্ভব।
